প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:55 PM
আপডেট: Fri, May 9, 2025 10:54 AM

ইসরায়েলি কারাগারে নির্যাতনের মুখেও কুরআনের হাফেজ হলেন ৭৭ ফিলিস্তিনি

খালিদ আহমেদ: ইসরায়েলিদের হাতে প্রতি বছর আটক হয় অসংখ্য ফিলিস্তিনি। কারাগারে তাদেরকে নানা ধরনের নির্যাতন করা হয়। তবুও তারা তাদের বিশ্বাস থেকে বিন্দুমাত্র সরে যায় না। ফলে দিন দিন তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। তবে এমন কঠিন অবস্থাতেও ইসরায়েলি কারাগারে বসেই পবিত্র কুরআন হিফজ করেছেন ৭৭ জন ফিলিস্তিনি। সম্প্রতি তাদের সংবর্ধনা দেয় হামাস। ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি (ইকনা)।

হামাসের উদ্যোগে গাজায় এমন ৭৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের সম্মানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এ সংগঠনটি। এ হাফেজদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলি কারাগারকে ফিলিস্তিনিরা ইউসুফের (আ.) মাদরাসায় পরিণত করেছে। তিনি আরও বলেন, ইউসুফ (আ.) যেমন কারাগারে গিয়েও নিজের দায়িত্বের কথা ভুলে যাননি, তেমনি এসব ফিলিস্তিনিরাও কারাগারকে ইসলামের প্রসারে কাজে লাগিয়েছে। এদিকে আলজাজিরার খবরে বলা হয়, ২০ বছর আগে ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তরুণ রামি আবু মোস্তফাকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়। 

ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করতে না পারা সেই তরুণ কারাগারে কুরআন হিফজ করতে শুরু করেন। গত ২২ অক্টোবর ৪২ বছর বয়সে যখন জেল থেকে মুক্তি পান রামি আবু মোস্তফা, তখন তিনি রীতিমতো একজন কুরআনে হাফেজ।

২০ বছর আগে রামি যেসব ডিগ্রি অর্জন করেছিলেন, এখন সেগুলোর চেয়ে কুরআন হিফজের বিষয়টি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার মতো ইসরায়েলের কারাগারে আটক থাকা অসংখ্য শিশু, তরুণ, যুবক, বৃদ্ধ কুরআন হিফজ করছেন। বিষয়টি অনেক কঠিন। কারণ কারাগার কর্তৃপক্ষ টের পেলে তাতে বাধা দেয়। তার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু তারপরও চলছে এমন হিফজ কার্যক্রম।

তিনি আরও বলেন, পবিত্র কুরআন একজন মুসলমানের জন্য সর্বোত্তম পাথেয়। একজন বন্দীর জন্য তা আরও বেশি আশা জাগায় এবং শক্তি জোগায়।